জীবননগর অফিস:-
“শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” এ প্রতিপ্যাদকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে শেখ রাসেলের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখান থেকে একটি র্যালি বের হয়৷ র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তিথি মিত্র এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী।
এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন, উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন মোড়ল, জীবননগর থানা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামানিক, জীবননগর থানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মো. মুছা, জীবননগর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল খালেক,
শাপলাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাকী বিল্লাহ, জীবননগর পৌর আওয়ামলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সীমান্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক মোল্লাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের প্রশিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়