জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়ায় মাদক বিরোধী অভিযানে ১৬ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ মো.হারুন অর রশিদ (৩২) ও মো.আবুল বাসার (৩০) নামের দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার নতুনপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
আটককৃত, মো.হারুন অর-রশিদ উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মো.আঃ কুদ্দুসের ছেলে ও আবুল বাসার একই ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে।জী
বননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে বিকাল সাড়ে চারটার দিকে জীবননগর থানাধীন নতুন পাড়া গ্রামের নতুন পাড়া গ্রামের হারুন অর রশিদের বাড়ির সামনে হতে ১৬ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন,গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।