জীবননগর অফিস:-
সারাদেশের মত চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জীবননগর বাসস্ট্যান্ড ঘুরে একই জায়গায় এসে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা দীন ইসলাম, জীবননগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল, সিনিয়র সাংবাদিক সালাউদ্দিন কাজল প্রমূখ।
এছাড়াও বিভিন্ন যানবাহনের চালক ও উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জীবননগরে বেশির ভাগ সড়ক দুর্ঘটনা ঘটে মোটরসাইকেল কেন্দ্রীক। আর বেশির ভাগ দুর্ঘটনা ঘটে বেপরোয়া গতির কারণে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।