জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হৈয়বতপুর মাঠে বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় ৭ কেজি দানাদার রুপাসহ দুই কারবারিকে গ্রেফতার করেন। ঘটনাটি বুধবার দুপুরের দিকে সংঘটিত হয়েছে। এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা করা হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি’র নির্দেশে ব্যাটালিয়নের অধিনস্থ বারাদি ক্যাম্পের হাবিলদার মনির হোসেন বুধবার দুপুর দুইটার দিকে সঙ্গীয় ফোর্সসহ হৈয়বতপুর মাঠে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে সীমান্তের দিক থেকে আসা সন্দেহভাজন দু’ব্যক্তিকে চ্যালেঞ্জ করেন। এ সময় ওই দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করে আটক করেন।
আটককৃতদের নিকট থেকে ৬ টি পলিথিন প্যাকেটে মোড়ানো অবস্থায় তাদের কোমর থেকে ৬ কেজি ৯৯০ গ্রাম ওজনের রুপা উদ্ধার করেন। আটককৃতরা হচ্ছে-দামুড়হুদা উপজেলার দর্শনা থানার হৈয়বতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আবু বক্কর(২২) ও হিসাব আলীর ছেলে ইমর হামজা(২৩)। এ বিষয়ে হাবিলদার বাদী হয়ে দর্শনা থানায় আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা করেছেন।