জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে শনিবার সকালে একটি বর্ণাঢ্য র্যালী জীবননগর থানা থেকে বের হয়ে থানা মোড় প্রদক্ষিণ শেষে থানা চত্বরে এসে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান। এসময় উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আব্দুল লতিফ অমল,জীবননগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) আবু সাইদ, অফিসার ইনচার্জ(অপারেশন) শিকদার মতিয়ার রহমান,সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্যা,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ থানার অফিসার ফোর্স উপস্থিত ছিলেন। এবারের অনুষ্ঠানটি সংক্ষিপ্ত পরিসরে আয়োজন করা হওয়ায় অনুষ্ঠানে উল্লেখযোগ্য অতিথি ও আয়োজন দেখা যায়নি। “পুলিশ জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই শ্লোগানকে সামনে রেখে র্যালী শেষে কমিউনিটি পুলিশিং কমিটির গুরুত্ব নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।