মহেশপুর উপজেলায় সিনিয়র সহকারী জজ আদালত ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের কার্যক্রমের শুভ উদ্বোধন

জীবননগর অফিস:-

ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রাঙ্গনে সিনিয়র সহকারী জজ আদালত ও সিনিয়র জুডিসিয়াল আদালতের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ঝিনাইদহ বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত জনাব নাজিমুদ্দৌলার সভাপতিত্বে উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা এ্যাড,শফিকুল আজম খাঁন চঞ্চল।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ বিজ্ঞ বিচারক বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আল আমিন মাতুব্বর, বিজ্ঞ  চীফ জুডিসিয়াল  ম্যাজিষ্ট্রেট গোলাম রাব্বি।বিজ্ঞ বিচারক ( যুগ্ন জেলা ও দায়রা জজ) ল্যান্ড সার্ভেট্রাইব্যুনাল মোঃ- ফারুক আযম,বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জনাব, ইসমাইল হোসেন পিপি ঝিনাইদহ। ঝিনাইদ আদালতের জিপি বিকাশ  অ্যাড.কুমার ঘোষ ।

মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সহ-সভাপতি ময়জদ্দীন হামীদ, মহেশপুর পৌর মেয়র আব্দুর রশীদ খাঁন,

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কৃমার রাজবংশী, মহেশপুর সহকারী কমিশনার (ভুমি) শরীফ শজওন,ঝিনাইদ জেলা আইন জীবী সমিতির সভাপতি রবিউল হোসেন সাধারন সম্পাদক অ্যাড.আকিদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, জেলা উপজেলার প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়া গনমাধ্যমকর্মী,পুলিশ প্রশাসন,রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার শত শত লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সার্বিক উপস্থাপনায় ছিলেন,মহেশপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান আসাদ। উল্লেখ্য,সাবেক প্রেসিডেন্ট আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ সরকার কর্তৃক উপজেলা পর্যায়ে বিচার বিভাগের কার্যক্রম ১৯৯২ সালে বন্ধ হয়ে যায়। স্থানীয় পর্যায়ে আবারও বিচার বিভাগী ব্যবস্থা চালু হওয়ায় মহেশপুর উপজেলাবাসীর মধ্যে খুশির জোঁয়ার শুরু হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *