জীবননগর থানা পুলিশের অভিযানে দোয়ারপাড়ার বাবু ফেনসিডিলসহ গ্রেফতার

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ  মাদক বিরোধী অভিযান চালিয়ে  মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার ইসলামপুর থেকে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নিকট থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

জীবননগর থানা সুত্র জানায়,জীবননগর থানার অফিসার ইনচার্চাজ এসএম জাবিদ হাসানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর এস.এম রায়হান সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় জীবননগর পৌর এলাকায় মাদক  ও বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, পৌর এলাকার ইসলামপুর গ্রাম সংলগ্ন তিন রাস্তা মোড় দিয়ে পৌর এলাকার দোয়ারপাড়া গ্রামের বদর উদ্দিনের ছেলে বাবু মিয়া (৪৩) ফেনসিডিলের একটি চালান সীমান্ত এলাকা দিয়ে জীবননগর শহরের দিকে আসছে।

এ সংবাদের ভিত্তিতে এসএম রায়হান সঙ্গীয় ফোর্সসহ ইসলামপুর তিন রাস্তায় কৌশলে অবস্থান নেয় এবং বাবু মিয়াকে গ্রেফতার করেন।পুলিশ তার নিকট থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ জাবিদ হাসান বলেন,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বাবু মিয়ার বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *