জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাশিপুর গ্রামে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের ঘটনায় রমজান আলী(৮০) নামের এক বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।
ঘটনাটি শনিবার দুপুরের দিকে সংঘটিত হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর কুকুপাড়ার বীর মুক্তিযোদ্ধা রমজান আলী বলেন,গ্রামে হেলাল নামে আমার এক শুভাকাংখীর সাথে একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে হাবিবুর রহমান হাবিবের(৩০) সম্প্রতি গন্ডগোল হয়। সেই ঘটনায় হাবিবের ধারণা আমার কারণে তাকে মারধর করেছে। হাবিব সেই আক্রোশে শনিবার দুপুর ২ টার দিকে হাতে একটি ধারালো হাসুয়া নিয়ে আমার বাড়ীতে আসে এবং আমার মাথায় কোপ দিতে যায়।
এ সময় তার হাতে হাসুয়া ধরে ধস্তাধস্তি করতে থাকি। হাবিব এক সময় আমার ডান হাতে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। হাবিব আমার বাম হাতে ও পায়েও জখম করে। এ সময় লোকজন ছুটে না আসলে সে আমাকে মেরে ফেলতো! প্রতিবেশীরা আমাকে রক্ষা করেন। আমি জীবননগর হাসপাতালে চিকিৎসা গ্রহন করি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) আবু সাইদ বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।