≅জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিংনগর গ্রামের আলোচিত শিবলু(৩৫) রয়েল মিয়া(২৮) ১৫০ বোতল ফেন্সিডিলসহ ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। ঘটনাটি শুক্রবার রাত সোয়া ৯ টার দিকে ভাঙ্গা থানার পুকুরিয়া এলাকায় সংঘটিত হয়েছে। ফরিদপুর কোতয়ালী জোনে কর্মরত ডিবি পুলিশের একটি চৌকস দল এ গ্রেফতার অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম শিবলু উপজেলার উথলী ইউনিয়নের শিংনগর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে এবং তার সহযোগী ফরি রয়েল ওরফে রয়েল দামুড়হুদা উপজেলার দর্শনা থানা এলাকার শান্তিনগরের ইদ্রিস আলীর ছেলে।
ফরিদপুর দপুর জেলা পুলিশের মিডিয়া অ্যান্ড পিআর সূত্রে জানা যায়, ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কোতয়ালী জোনের একটি চৌকস টিম শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ভাংগা থানাধীন পুকুরিয়া হাজারী মার্কেটের আলমগীর মেম্বারের রিকশা গ্যারেজের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ১৫০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ভাংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।