জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগরে মহাসড়কের পাশে বালি রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে দুই বালু ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে জীবননগর পোস্ট অফিসের সামনে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, জীবননগর শহরের পোস্ট অফিসের সামনে মহাসড়কের পাশে দীর্ঘদিন যাবৎ বালি রেখে ব্যবসা করে আসছিলেন শফিকুল ইসলাম ও শিমুল। পূর্বে এ নিয়ে সতর্ক করা সত্ত্বেও তারা কর্ণপাত করেননি। সোমবার বিকালে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ওই দুই ব্যবসায়ীকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ জানান, আগামী সাত দিনের মধ্যে সড়কের পাশ থেকে বালি অপসারণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।