জীবননগর দোয়ারপাড়া রাত্রকালীন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে দোয়ারপাড়া নাইট রাইডার্স চ্যাম্পিয়ন

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ৪ নং ওয়ার্ডের দোয়াপাড়ায় রাত্রকালীন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার রাতে অনুষ্ঠিত হয়। ফাইনাল এ খেলায় দোয়ারপাড়া নাইট রাইডার্স বনাম দোয়ারপাড়া ওয়ান টাইগার্স অংশ গ্রহণ করেন।  ফাইনাল খেলাটি জীবননগর পৌরসভার প্যানেল মেয়র সোয়েব আহম্মেদ অঞ্জন। এ সময় উপস্থিত ছিলেন, জীবননগর পৌরসভা সাবেক মেয়র জাহাঙ্গীর আলম,সাংবাদিক আতিয়ার রহমান, রাশেদ,এম আই আতিয়ার রহমান,দৌলৎগঞ্জ যুব সংগঠনের সভাপতি মহিববিল্লাহ।ক্রীড়া সম্পাদক নাজমুল হোসেন, কোষাধ্যক্ষ জেবু হোসেন প্রমুখ। সমাপনী খেলায় প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরন করেন জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক।

পুরস্কার বিতরন কালে প্রধান অতিথি মেয়র রফিকুল ইসলাম বলেন,বর্তমান যুব সমাজ খেলাধুলা বিমুখ হয়ে পড়ার কারণে তারা বিপদগামী হয়ে পড়ছে। আমাদের আগামী প্রজন্ম রক্ষা করতে তাই যুব সমাজকে খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুখী করতে হবে। যুব সমাজের আয়োজনে দোয়ারপাড়া নাইট ক্রিকেট টুর্নামেন্ট যুব সমাজকে সমস্ত অনৈতিক কর্মকান্ড থেকে রক্ষা করতে সহায়ক ভুমিকা পালন করবে। আমি এ জন্য দোয়ারপাড়া নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যুব সমাজের এ ধরনের আয়োজনে আমার সহযোগিতা থাকবে।

দোয়ারপাড়া ওয়ান টাইগার্সকে ৬ উইকেট এ হারিয়ে দোয়ারপাড়া নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্য আকাশ এবং ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছে লিটন। খেলাটির সার্বিক ধারা ভাষ্যকর হিসাবে ছিলেন,মুন্সী আব্দুস সবুর খোকন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *