জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে তিন বছর ৫ মাসের সশ্রম সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার ৯ জন আসামিকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন। শুক্রবার রাতে পুলিশ বিভিন্ন গ্রামে এ অভিযান পরিচালনা করেন।
জীবননগর থানা সুত্র জানায়,থানার সাব-ইন্সপেক্টর সৈকত পাড়ে সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাতে উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন এবং তিন বছর ৫ মাস সশ্রম কারা দন্ডাদেশপ্রাপ্ত আসামি আলী মর্তুজা ও কামরুজ্জামানকে গ্রেফতার করেন।
আলী মর্তুজা হরিহরনগর গ্রামের মৃত আনসার আলীর ছেলে এবং কামরুজ্জামান একই গ্রামের মিজানুর রহমানের ছেলে। তারা মাগুরা আদালতের একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। তাদেরকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসানের নেতৃত্বে থানার অফিসার ফোর্স একই দিন রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করেন
। এসময় পুলিশ বিভিন্ন মামলায় পলাতক থাকা আরো ৫ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হচ্ছে-উপজেলার বাঁকা গ্রামের মবজেল ইসলামের ছেলে সাইফুল ইসলাম পাকা গ্রামের তৈয়ব আলীর ছেলে তানভির,সাদের আলীর ছেলে তৈয়ব আলী ও জুমার মন্ডল এবং বিদ্যাধরপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে পিয়াস।
পুলিশ একই দিন রাতে পৃথক অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ পৌর শহরের হাসপাতালপাড়া রহমতুল্লাহর ছেলে সাইদুর রহমান ও গোয়ালপাড়ার শহিদ মন্ডলের ছেলে ফারুক হোসেনকে গ্রেফতার করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান বলেন,গ্রেফতারকৃত সকল আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।