জীবননগর অফিস:-
চুয়ডাঙ্গার জীবননগর বাজারে ভেজাল মধু বিক্রি করার অপরাধে খন্দকার সুন্নাহ কালেকশন্স নামক ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ল্যাবে পরীক্ষা করে খন্দকার সুন্নাহ কালেকশনসনের মধু ভেজাল বলে প্রমাণিত হয়। ল্যাব রিপোর্ট হাতে পাওয়ার পর খন্দকার সুন্নাহ কালেকশনে অভিযান পরিচালনা করে ভেজাল মধুসহ পণ্যের গায়ে লেবেল না থাকা, মেয়াদোত্তীর্ণ ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকা সত্ত্বেও পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় প্রতিষ্ঠানের মালিক নয়ন খন্দকারকে ১৫ হাজার টাকা জরিমান করা হয় এবং জব্দকৃত মধু জনসম্মুখে ধ্বংস করা হয়।
জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র বলেন, ল্যব টেষ্টের মাধ্যমে মধুতে ভেজাল প্রমান পাওয়া যায়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ খেজুর, সরিষার তৈল, নারকেল তৈল লেবেল না থাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল,জেলা নমুনা সংগ্রহকারী নাসির উদ্দীন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিছুর রহমান ও পৌর স্যানিটারি ইন্সপেক্টর অজয় কুমার।