জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির মাসিক সভা সোমবার দুপুরের দিকে অনুষ্ঠিত হয়েছে। সভাটি জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল, জীবননগর উপজেলা শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জিএ জাহিদুল ইসলাম প্রমুখ।
সভায় জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু বলেন, মাদক পাচারকারীদের ধরতে পুলিশ ও বিজিবি সোর্স নিয়োগ দেয়। তবে মাদকদ্রব্য আটকের পর বিজিবি ও পুলিশ সোর্সদের মাদকের কিছু অংশ ভাগ দেওয়া হয়। এভাবে চললে তো মাদক নির্মূল করা সম্ভব না। সোর্সদের অন্যভাবে সম্মানি দেওয়ার ব্যবস্থা করলে সমাজ উপকৃত হবে। বিষয়টি অস্বীকার করে বিজিবি ও পুলিশের প্রতিনিধিরা।