জীবননগর অফিস :-
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহিনকে পুলিশ সোমবার রাতে গ্রেফতার করেন। শাহিন সাড়ে তিন বছর পলাতক ছিলেন।
জীবননগর থানার এএসআই শামীনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাতে জীবননগর পৌর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পলাতক শাহিন এলাকায় অবস্থান করছে। তিনি এ সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের জন্য তৎপর হয়ে উঠেন। শুরু করেন গ্রেফতার তৎপরতা। এক পর্যায়ে শাহিন তার বাড়ীতে প্রবেশ করার পরই তাকে গ্রেফতার করেন।
শাহিন জীবননগর পৌর এলাকার ফকিরপাড়ার মিজানুর রহমান মিজার ছেলে। সে একটি মারমারি মামলার ঘটনায় আদালত কর্তৃক ২০২০ সালে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। মামলাটির রায় ঘোষণার পর থেকেই শাহিন আত্মাগোপনে ছিল।
জীবননগর থানার অফিসার ইনচার্জ জাবিদ হাসান বলেন,গ্রেফতারকৃত আসামি শাহিন দীর্ঘ সাড়ে তিন বছর পলাতক থাকার পর সোমবার রাতে পুলিশের হাতে গ্রেফতার হয়।