জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একটি গ্রামীণ সড়কের ওপর গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার দিনগত সোমবার রাত সাড়ে ১২ টার দিকে সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা একটি ইজিবাইক গাড়ী থামিয়ে অস্ত্রের মুখে ভিম্মি করে নগদ ৫০ হাজার টাকাসহ ইজিবাইকে থাকা যাত্রীদের নিকটে থাকা বিভিন্ন স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
ঘটনার শিকার ইজিবাইক চালক কাজল হোসেন বলেন, ‘রোববার রাত ১০ টার দিকে আমার বোনের সিজার করার জন্য তাকে নিয়ে জীবননগরে একটি ক্লিনিকে নিয়ে আসি। সিজার শেষে আমি পরিবারের দুই-তিনজন বাড়ি ফিরছিলাম। রাত সাড়ে ১২ টার দিকে মাধবপুর-পুরন্দরপুর সড়কের হরিতলা মাঠ নামক স্থানে পৌঁছালে সড়কের ওপর কলাগাছ পড়ে থাকতে দেখা যায় । এসময় গাড়ি থামালে সড়কের পাশ থেকে মুখোশধারী ৭-৮ জন লোক হাঁসুয়া হাতে করে এসে আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে নেয় এবং পাশের একটি বাগানের মধ্যে নিয়ে গাছের সাথে হাত-পা বেধে রাখে।’
ভুক্তভোগী কাজল আরও জানান, ডাকাতরা দেশীয় অস্ত্র বড় দা আমাদের গলায় ধরে আমার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা, আমার চাচীর স্বর্ণের চেইন ও কানের দুল, মোবাইল নিয়ে নেয়। যাওয়ার সময় তারা আমার ইজিবাইকটিও নিয়ে যায়।’
পুরন্দরপুর গ্রামের অপর ইজিবাইক চালক লিটন জানান, ‘একই জায়গা থেকে এর আগেও চারটি ইজিবাইক-আলমসাধু ছিনতাই হয়েছে। এখন সন্ধ্যা নামলেই এ সড়ক দিয়ে চলাচলের সময় ভয়ে থাকতে হয়।’
জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান বলেন, ‘এ ঘটনায় ব্যপারে সকালে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে । অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার কাজ শুরু করেছি। আশা করছি, খুব দ্রুতই জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হব।