জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার অনন্তপুর গ্রামের ওমর আলীকে দীর্ঘ দুই বছর পর গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। তার বিরুদ্ধে আদালত গত দুই বছর ৬ মাসের সাজা ঘোষণা করেন। জীবননগর থানা পুলিশ শনিবার রাতে তাকে গ্রেফতার করেন।
পুলিশ সূত্র জানায়, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের ওমর আলীর অনুপস্থিতিতে আদালত গত দুই বছর আগে তার বিরুদ্ধে ৬ মাসের কারা দন্ডাদেশ প্রদান করেন। ওমর আলী সেই থেকে ফেরারি জীবনযাপন করতে থাকে।
আদালত কর্তৃক ৬ মাসের সাজাপ্রাপ্ত হওয়ার দীর্ঘ দুই বছর ধরে পলাতক থাকার পর অবশেষে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে জীবননগর থানার এএসআই সবুজ সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতার করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান বলেন, ওমর আলী উপজেলার অনন্তপুর গ্রামের মৃত ছাগবার আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে আত্মগোপন করে ছিলেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।