জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়ায় শিশু ময়িরম(৮) হত্যাকান্ডের ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করা হয়েছে। শুক্রবার বিকালে এই মামলা করা হয়। রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান।
এদিকে মরিয়মকে হারিয়ে তার পিতামাতা ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়েছে। দাফনের পুর্ব মূহুর্তে বাবা-মা ও স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। গ্রামবাসীর দাবী নৃশংস খুনের সাথে জড়িতকে গ্রেফতার করে তাকে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হোক।
ওসি জাবিদ হাসান বলেন, লাশ দাফনের পর মামলা রেকর্ড করা হয়েছে। এ পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য ৮-১০ জনকে থানায় আনা হয়েছিল। তবে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রবিন বলেন, সকালে ওই শিশুর ময়না তদন্ত সম্পন্ন করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্তে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট পেতে ১৫ দিন মতো সময় লাগতে পারে।