জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগরে পৌর শহরের মহানগর দক্ষিণপাড়ায়
চকলেটের লোভ দেখিয়ে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে দোকানি শুকুর আলীর(৫০) বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুর পরিবার। এই ঘটনায় অভিযুক্ত দোকানী শুকুর আলীকে (৫০) পুলিশ সোমবার রাতে গ্রেফতার করেন।
শুকুর আলী জীবননগর পৌর শহরের নারায়ণপুরে গ্রামের দক্ষিণ পাড়ার মৃত আফতাব মন্ডলের ছেলে ও মুদি দোকানী।
বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ এস এম জাবীদ হাসান।
ভুক্তভোগী শিশুটির মা বলেন, ‘গত রোববার আমার বোন আলীর দোকানে চকলেট কিনতে যায়। সে সময় আমার মেয়েও তার সাথে দোকানে যায়। দোকানির কাজ থাকায় আমার বোন আমার মেয়েকে বলে তুই দোকান থেকে চকলেট নিয়ে আয় আমি বাড়ি গেলাম। দোকান ও আশপাশে লোকজন না থাকায় আমার মেয়েকে শুকুর আলী তার দোকানের ভিতরে ডেকে নিয়ে হাতে চকলেট দিয়ে আমার মেয়ের প্যান্ট খুলে স্পর্শকাতর হাত দিয়ে যৌন নিপীড়ন করে। এসময় আমার মেয়ে তাকে বলে এসব কি করছো। তাতেও সে আমার মেয়েকে ছাড়েনি। আরো বেশি চকলেট দেবে বলে সে আমার মেয়েকে উলঙ্গ করে ফেলে। পরে লোকজন আসতে দেখে আমার মেয়ের হাতে আরো চকলেট দিয়ে বলে এগুলো তোর মাকে দিবি। আর এ এসব কথা কাউকে বলবি না। তাহলে আরও চকলেট দেব।’
তিনি আরও বলেন,’ প্রথমে এসব কথা বাড়িতে এসে বলেনি। পরে সন্ধ্যায় দু-দিন আগে গোয়ালপাড়ায় ধর্ষণের পর গলাকেটে মেরে ফেলার ঘটনা আলোচনা করার সময় আমার মেয়ে বলে শুকুর এরকম করেছে আমার সাথে। কোনো উপায় না পেয়ে আজ বিষয়টি কয়েকজনকে জানালে তারা আমাকে থানায় একটি অভিযোগ দিতে বলে। পরে আমরা থানায় লিখিত অভিযোগ করি।’
জীবননগর থানার অফিসার ইনচার্জ এস এম জাবিদ হাসান বলেন, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিলে। ঘটনার সত্যতা পাওয়ায় অভিযোগটি মামলা হিসাবে রেকর্ড করে তাকে গ্রেফতার করা হয়েছে।