জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো.নাজিবুল হোসেন নাজমুল (৫৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ১১টার সময় জীবননগর-হাসাদাহ সড়কে বাঁকা ব্রিকফিল্ডের নিকট হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত, ঝিনাইদহ সদর এলাকার ব্যাপারী পাড়া মো.আবুল বাশারের ছেলে।
রাত সাড়ে বারোটার দিকে বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম জাবীদ হাসান বলেন, মাদকবিরোধী অভিযান পরিচালনা সময় বাঁকা ব্রিকফিল্ডের নিকট একটি ইট ভাটার সামনে জীবননগর-হাসাদাহ বাজার গামী মহাসড়কের উপর হতে মো.নাজিবুল হোসেন নাজমুল নামের এক ব্যক্তির দেহ তল্লাশি করে ১০২ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।তাকে বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।