জীবননগর অফিস:-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জীবননগর উপজেলার রায়পুরে আচরন বিধি লঙ্ঘনের দায়ে চুয়াডাঙ্গায় -২ আসনে নৌকার কর্মী-সমর্থককে অর্থ জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে জীবননগর উপজেলার রায়পুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র এ রায় ঘোষণা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের আচরণ বিধি দেখতে ২৮ নভেম্বর থেকে মাঠে নেমেছেন ম্যাজিস্ট্রেটরা। নিয়মিত টহলের অংশ হিসাবে জীবননগর উপজেলার রায়পুর গ্রামে নৌকা মার্কার নির্বাচনী ক্যাম্প ৪০০ বর্গফুটের বেশি হওয়ায় তাহাজ্জুত হোসেন নামের এক নৌকা মার্কার কর্মীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।