জীবননগর অফিস :-
হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হলেন বৃহত্তর উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা প্রয়াত হাজী সাইদুর রহমান ধুন্দুর বড় ছেলে আরিফুর রহমান জনি (৪২)। বৃহস্পতিবার দুপুর ২টার সময় উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। গ্রামবাসী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ হাজার হাজার মানুষ তাঁর জানাজায় উপস্থিত হন।
জানাজা শেষে মরহুমের লাশ দাফন করা হয় উথলী রুপির চারা বটতলার জান্নাতুল বাক্বী কবরস্থানে।
জানা যায়, জনি প্রতিদিনের মত ধবার রাতে ব্যাডমিন্টন খেলা শেষে পানি পানের কিছুক্ষণ পর হঠাৎ বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন।


তাকে এক নজর দেখতে আত্মীয়-স্বজন ও শত মানুষ রাতেই তার গ্রামের বাড়ী উথলীতে যান। এসময় এক হৃদয় বিদারক পরিবেশর সৃষ্টি হয়। সব বয়স ও শ্রেণি-পেশার মানুষের সাথে তাঁর ছিলো সুসম্পর্ক ও হাসি-খুশি ভাব। তাঁর আত্মার মাগফিরাত কামনায় পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন সকলের নিকট দোয়া কামনা করেছেন। তিনি মৃত্যু কালে স্ত্রী ও দুই শিশু পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।