জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে জীবননগর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মাসুদ আরিফ(৫২) গ্রেফতার হয়েছেন।
তাকে একটি নাশকতা মামলায় পলাতক আসামি হিসাবে শুক্রবার রাতে হাসাদহ বাজার থেকে গ্রেফতার করা হয়।
জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের হাসাদহ মোল্যাপাড়া দাউদ হোসেন মোল্যার ছেলে মাসুদ আরিফ জীবননগর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য। তিনি জীবননগর থানার একটি নাশকতা মামলার পলাতক আসামি।
এ অবস্থায় পুলিশ জানতে পারেন,শুক্রবার রাতে হাসাদহ বাজারে মাসুদের নেতৃত্বে বিএনপি নেতাকর্মিরা নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ করছেন।
জীবননগর থানার চৌকস সাব-ইন্সপেক্টর শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুদকে গ্রেফতার করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান বলেন,মাসুদ একটি নাশকতা মামলার পলাতক আসামি।
তাকে গোপন সংবাদের ভিত্তিতে হাসাদহ বাজার থেকে গ্রেফতার করা হয়েছে।