দর্শনা অফিস :
চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার চার বারের নির্বাচিত প্রয়াত মেয়র মতিয়ার রহমানের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
। রোববার বিকালে দর্শনা পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু। এ দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী,
পৌরসভার প্রকৌশলী সাজেদুর রহমান, আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন. আব্দুল হান্নান, প্যানেল মেয়র রবিউল হক সুমন ও জাহানারা বেগম। বিভিন্ন ওর্য়াড কাউন্সিলার রেজাউল ইসলাম,
সাবির হোসেন (মিকা), এনামুল হক, আব্দুল খালেক, সাইফুল ইসলাম মুকুল, বিলকিস বেগম, সুরাতন বেগম, বিল্লাল হোসেন ও মনির সরদার। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার কর বিভাগের কর্মকর্তা সরোয়ার হোসেন।
প্রয়াত মেয়র মতিয়ার রহমানের জীবন স্মৃতি আলোচনা কালে তার বহু কৃতিত্বের কথা উঠে আসে এবং অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার ব্যাপারে আলোচনায় উঠে আসে।
বক্তারা বলেন,মতিয়ার রহমান তার কর্মের মাঝে দর্শনা মানুষের জীবনে স্মৃতি হয়ে থাকবেন।