জীবননগর অফিস:
’’সমাজ সেবাই গড়ব দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে জীবননগর উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এবং এনজিও সংস্থা ওয়েভ ফাউন্ডেশ ও আরআরএফ’র সহযোগিতায় মঙ্গলবার জাতীয় সমাজ সেবা দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দুপুর ১২ টার দিকে জীবননগর উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) তিথি মিত্র।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী,উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন মোড়ল,ওয়েভ ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসুচির পিসি আশরাফ আলী ও আওয়াল হোসেন।
অনুষ্ঠানটিতে সার্বিক উপস্থাপনায় ছিলেন,উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল জব্বার। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ওয়েভ ফাউন্ডেশন ও আরআরএফ’র বিভিন্ন কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।