জীবননগর অফিস:-
পুলিশের চোখ ফাঁকি দিয়ে একতরফা ভোট বর্জন ও ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েন চুয়াডাঙ্গার জীবননগরে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
উপজেলার পৌর যুবদল সদস্য সচিব মনির হোসেন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমানের নেতৃত্বে এ গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার হাসপাতাল সড়কে ভোট বর্জনের আহ্বান জানিয়ে জনসাধারণের মাঝে এই লিফলেট বিতরণ করেন।
জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান লিফলেট বিতরণ কালে বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচনের নামে ‘তামাশা মঞ্চস্থ’ হতে যাচ্ছে। সরকারের এই নির্বাচনী তামাশা সম্পর্কে জনগণ অবগত। ভোটারদের এ নির্বাচনী তামাশার অংশ গ্রহণ ও ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য আহ্বান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য আমরা লিফলেট বিতরণ করেছি এবং করছি।’
এসময় জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুজ সাকিম বিন হেজবুল্লা,পৌর সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমানসহ উপজেলার বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।