জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের সদস্য আরমান আলীকে পুলিশ গ্রেফতার করেছেন। রোববার সকাল ১০টার দিকে উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামে তার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরমান আলী উথলী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য ও একই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব।
আরমানের বড় ভাই মনি বলেন, আমার ভাই বর্তমান ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার আমার অপর এক ভাই বাড়ির পাশের দোকানে বসে ছিল। আমাদের বাড়ির পাশে কোনো ভোট কেন্দ্র নেই। হঠাৎ পুলিশ প্রশাসনের দুটি গাড়ি আসে। এসময় এক পুলিশ সদস্য গাড়ি থেকে নেমে বলেন, ভাই চা খাওয়াবেন না? এই বলে আমার ভাইকে ধরে নিয়ে যায়।
পরে অভিযোগ তোলা হয় মেম্বার আরমান ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাঁধা দিচ্ছিল। কিন্তু এই অভিযোগের কোন সত্যতা পাওয়া যাবে না।
জীবননগর থানার অফিসার ইনচার্জ জাবিদ হাসান বলেন, উথলী ইউনিয়নের সেনেরহুাদ গ্রাম থেকে আরমান আলী নামের একজনকে আটক করা হয়েছে। তিনি উথলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব এবং ইউনিয়ন পরিষদের সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তিনি বাড়ির সামনে বসে বিএনপি এবং সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা সৃষ্টি করছেন। ভোট কেন্দ্রে যেতে বাধা দেয়ার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে।