বিশেষ প্রতিনিধি:-
কিন্তু অভিযোগ ছিল, তাকে পুরো শরীর অ্যানেসথেসিয়া দেন চিকিৎসকরা। এরপর আর জ্ঞান ফেরেনি আয়ানের। অবশেষে আর বাঁচানো গেল না তাকে।
রোববার (৭ জানুয়ারি) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
এদিকে পরিবারের অভিযোগ, তার পুরো শরীর অ্যানেসথেসিয়া দেয়ার সময় তাদের অনুমোতি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনার বিচার দাবি করেন তারা। এরপর ‘সুন্নতে খৎনা করাতে গিয়ে মৃত্যুমুখে আয়ান।’ এই শিরোমানে সংবাদ প্রকাশিত হয়।
তথ্য সংগৃহীত:-