জীবননগর অফিস:-
শ্বশুর বাড়ি পথে মো.ইয়াছিন আলী (৩০) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যার দিকে জীবননগর উপজেলার হরিহরনগর নিজ বাড়ি হতে পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর শ্বশুর বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন তিনি।
শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের রাখাল ভোগা গ্রামের মাঠের মধ্যে নিখোঁজের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে মহেশপুর থানা পুলিশ। এ ঘটনায় নিখোঁজের পরিবার জীবননগর থানায় সাধারণ ডাইরি করেছেন। এ ব্যাপারে বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান।
নিখোঁজ ইয়াছিন আলী জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের মো.হানেফ আলী’র ছেলে। সে হরিহরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী হিসাবে চাকরি করেন।
নিখোঁজ ইয়াছিন আলী ফাপাতো ভাই ইব্রাহিম জানান, শুক্রবার বিকালের দিকে ইয়াছিন বাড়ি থেকে মহেশপুর শ্বশুর বাড়ি যাওয়া কথা বলে বের হন। তারপর রাতে যখন সেখানে না পৌছায় তখন শ্বশুর বাড়ি লোকজন জানান। তারপর থেকে তার মোবাইলে অনেক বার কল দিলে বন্ধ পাওয়া যায়। রাতে আমরা সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করি। কোথাও তার খোঁজ না পাওয়া গেলে তার শ্বশুর বাড়ি লোকজন ও আমরা সকালে জীবননগর থানায় একটি সাধারণ ডাইরি করি।
তিনি আরও বলেন, সকাল সাড়ে আটটার দিকে ইয়াছিনের বন্ধু কাজাল ঢাকায় থাকে তার। কাছে ইয়াছিন একটি মেসেজ দেয়।”কাজল আমি বিপদে আছি কাল রাতে হাসাদাহ পার হয়ে আমার কারা যেনো তুলে এনেছে।
আমার গাড়ি নাকি ওখানে আছে মাঠের মধ্যে,পারলে গাড়িটা পাস কি দেখ।আমার কাছে টাকা চাচ্ছে, ফোন কেড়ে নিয়েছে।এদের মধ্যে একজন বললে আর একটু.. ” মেসেজটি পাওয়া পর কাজল ইয়াছিনের মামার কাছে জানালে আমরা সবাই ওই ঠিকানা অনুযায়ী মোটরসাইকেলটি খুজতে থাকি তারপর সন্ধ্যার দিকে রাখাল ভোগা মাঠের মধ্যে থেকে গাড়িটা পায়।
তারপর মহেশপুর থানা পুলিশ গাড়ি আমাদের নিকট হস্তান্তর করে দিলে আমরা গাড়ি জীবননগর থানায় জমা দিয়ে এসেছি।
এবিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সন্ধ্যার দিকে ভোগের দাড়ি মাঠের মধ্যে একটি মোটরসাইকেল পাওয়া পর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ সদস্যরা সেখানে পৌঁছে গাড়ির কাগজ যাচাই বাছাই করে গাড়ি তাদের নিকট হস্তান্তর করে দিয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, এবিষয়ে নিখোঁজ ব্যক্তির পরিবার সকালে একটি সাধারণ ডাইরি করেছে। আমরা এপর্যন্ত খোঁজ খবর নিয়ে জানতে পারি নিখোঁজ ব্যক্তি অর্থিক ভাবে ঋণগ্রস্ত। তবে তিনি ঋণের জন্য আত্নগোপনে আছে বা কেউ অপহরণ করেছে কি সেটাও দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, তার ব্যবহৃত মোবাইল নাম্বার থেকে তার পরিচিত লোকজনের কাছে মেসেজ আচ্ছে, তিনি বিপদে আছে।আজ (শনিবার) বিকালে তার ব্যবহৃত মোটরসাইকেলটি মহেশপুর এলাকার একটি মাঠে পাওয়া গিয়েছে।আশা করি দ্রুত ফলাফল পাওয়া যাবে।