জীবননগর উথলী রেল লাইনে আকস্মিক ফাটল

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে রেললাইনে আকস্মিক ফাটল দেখা গেছে। এমন পরিস্থিতিতে ঘটনাস্থল দিয়ে ধীরগতিতে চলাচল করছে ট্রেন। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে স্থানীয় এক ব্যক্তি রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ রেললাইনে ফাটল দেখতে পান।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন,ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস উথলী রেলস্টেশন অতিক্রম করার পর উথলী-দর্শনা রেলপথের তেঁতুলতলা-ঘোড়ামারা রেলগেটের মাঝামাঝি স্থানে রেললাইনে ফাটল দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি বিষয়টি রেলপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানান। পরে আনসার সদস্যরা রেললাইনের ওপর লাল পতাকা টাঙ্গিয়ে দর্শনা অভিমুখী একটি মালগাড়ি, খুলনা অভিমুখী ১৬ ডাউন মহানন্দ মেইল এবং পার্বতীপুর অভিমুখী ২৩ আপ রকেট মেইলকে ধীরগতিতে ঘটনাস্থল অতিক্রম করানো হয়েছে।

উথলী রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আবু সাঈদ জানান, দ্রুতই মেরামতের ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *