পিএসসি-জেএসসি পরীক্ষা’ হওয়ার কথা গুজব: শিক্ষা মন্ত্রণালয়

গঞ্জেরখবর ডেস্ক:-

বাতিল হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা পুনরায় নেয়া হবে বলে যে,গুজব  ছড়ানো হচ্ছে সঠিক নয় বলে দাবী করেছে শিক্ষা মন্ত্রণালয়।পিএসসি জেএসসি পরীক্ষাফেরার তথ্য গুজব জানিয়ে বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়টি

সোমবার (১৫ জানুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এক তথ্য বিবরণীতে এ কথা জানিয়েছেন।

জানা যায়,দায়িত্ব নেয়ার পর নতুন কারিকুলামে প্রয়োজনে কিছু সংশোধনী আসতে পারে এমন আভাস দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এর পর বাতিল হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা পুনরায় নেয়া হবে বলে গুজব জড়িয়ে পড়ে।

এরপরই শিক্ষা মন্ত্রণালয় তথ্য বিবরণীতে জানায়, এই তথ্যটি মিথ্যা ও বানোয়াট। একই সাথে এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *