মহেশপুরে চোরাচালান ব্যবসায়িক দ্বন্দ্বে গুলিতে নিহত দুই ঘাতক তরিকুল পালিয়েছে

নিজস্ব প্রতিবেদক:-
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় চোরাচালান ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে চোরাচালান সিন্ডিকেটর দুই সদস্য গুলিবৃদ্ধ হয়ে নিহত হয়েছেন। বুধবার বিকালে উপজেলার নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গার কল্যাণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাঘাডাঙ্গা গ্রামের  গ্রামের শামসুল হকের ছেলে শামিম হোসেন (৩৫) ও নয়ন মন্ডলের ছেলে মন্টু মিয়া (৫০)। এ ঘটনায় মধু মন্ডলের ছেলে ঘাতক তরিকুল ইসলাম পলাতক রয়েছেন।

জানা গেছে, চোরাচালান ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে দুই মাসে আগে শামিম ও তরিকুলের মাঝে মারপিটের ঘটনা ঘটে। ওই ঘটনার জের বুধবার বিকালে শামিম দলবল নিয়ে তরিকুলের বাড়িতে হামলা চালায়। এসময় তরিকুল অবৈধ পিস্তল দিয়ে গুলি ছুড়লে গুলিবৃদ্ধ হয়ে শামিম ঘটনাস্থলে নিহত হন ও গুলি বৃদ্ধ মন্টুকে উদ্ধার করে পার্শ্ববর্তী জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তার মৃত্যু হয়।
মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, ঘাতক ও নিহতেরা উভয়ে চোরাচালানকারি। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *