জীবননগর উথলীর আরিফুর রহমান জনি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আমিনুর রহমান নয়ন:-

চুয়াডাঙ্গার জীবননগর উথলীর আরিফুর রহমান জনি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার উথলী রেলস্টেশন বাজারে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত এ খেলায়  আন্দুলবাড়ীয়া অনন্তপুরের সাঈদ-সিহাব জুটিকে হারিয়ে জীবননগরের শুভ-সবুজ জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ জুটির হাতে নগদ অর্থ ও ট্রফি তুলে দেওয়া হয়।

সেনেরহুদা গ্রামের জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আবু জাফরের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপ, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক সালাউদ্দীন কাজল, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, উথলী ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান লুতু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উথলী বাজার কমিটির সাধারণ সম্পাদক আশরাফ আলী, উথলী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মাজেদুর রহমান মধু এবং উথলী বাজারের আড়ত ব্যবসায়ী কলিম উদ্দিনসহ উথলী বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মামুন, রিফাদ ও রাজুর আয়োজনে গত বৃহস্পতিবার রাত ৭টার সময় উথলী রেলস্টেশন বাজারের কলার হাট চত্বরে ১৬ দলের অংশগ্রহণে নকআউটভিত্তিক আরিফুর রহমান জনি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন করা হয়। খেলায় ধারাভাষ্য প্রদান করেন আব্দুল হাই।

সেনেরহুদা গ্রামের যুবসমাজের সদস্যরা টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন।

এর আগে যুবসমাজের সদস্যরা ফুটবল, ক্রিকেট, ভলিবল টুর্নামেন্টের আয়োজন করলেও এই প্রথম তাঁরা ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করলো

জীবননগর ও দর্শনা এলাকার বিভিন্ন জুটি টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *