জীবননগর অফিসঃ:-
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ .রনি পরামানিক (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রনি পরামানিক পৌর শহরের লক্ষীপুরের মসজিদ পাড়ার বাবুল হোসেনের ছেলে।
রাত এগারোটার দিকে বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ এম জাবীদ হাসান বলেন,জীবননগর থানার চৌকস সাব-ইন্সপেক্টর শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কে অভিযান পরিচালনা করেন।
এসময় রনি পরামানিককে গ্রেফতার করেন এবং তার নিকটে থাকা ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
ঘটনার ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে এবং গ্রেফতারকৃত রনিকে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হবে।