জীবননগর আন্দুলবাড়ীয়ায় আরআরএফ সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

 

জাহিদুল ইসলাম মামুন:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া আরআরএফ ফাউন্ডেশনের  সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে ও পিকেএসএফ-এর সহযোগীতায় সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থীদের অংশগ্রহণে -পৃথক ভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-সাংস্কৃতিক অনুষ্ঠান,যুব নারী প্রীতি ফুটবল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকাল ৯ টায় ও বিকেল ৩ টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় বাজার সংলগ্ন হাইস্কুল ফুটবল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের পরিষদের মেম্বার শেখ আতিয়ার রহমান,আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন,দপ্তর সম্পাদক শেখ রাশেদুজ্জামান রাশেদ,শেখ মাসুম বিল্লাহ মাসুম,আরআরএফ আন্দুলবাড়ীয়া শাখার সমৃদ্ধি কর্মসূচী সমন্বয়কারী মোঃ আরিফ হোসেন, শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম,সমাজ উন্নয়ন কর্মকর্তা খ্রিষ্টফার তরঙ্গ জিৎ বিশ্বাস,

  1. স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ নিকৃতি ঘোষ,রুনা খাতুনসহ অত্র ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের সকল শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক,সূধী, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিভিন্ন খেলাধুলা পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার নিয়মিত রেফারি মোল্লা মকছেদুর রহমান টিক্কা।উক্ত অনুষ্ঠান টি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া শাখার সমৃদ্ধি কর্মসূচী সমন্বয়কারী মোঃ আরিফ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *