জীবননগর অফিস:
সারাদেশের মত চুয়াতাঙ্গার জীবননগর উপজেলায়ও ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের চত্বরে এই মেলার উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান৷
মেলা উদ্বোধনের আগে জীবননগর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি জীবননগর বাসস্ট্যান্ড ঘুরে একই স্থানে এসে শেষ হয়। মেলা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীন ইসলাম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, জীবননগর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল খালেক, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জীবননগর জোনাল অফিসের এজিএম মোহাম্মাদ মোহাইমিনুল ইসলাম,জীবননগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবু(এম আর বাবু) প্রমুখ।
মেলায় ২২টি স্কুল ও কলেজের শিক্ষর্থীরা স্টল দিয়ে তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হয়।