ঝালকাঠিতে এক বছরের সাজা থেকে বাঁচতে ২৭ বছর প্রবাসে অবশেষে গ্রেফতার

বিশেষ প্রতিনিধি :

ঝালকাঠির নলছিটি উপজেলার এক প্রবাসী যৌতুক নিরোধ আইনে এক বছরের সাজা থেকে বাঁচতে ২৭ বছর বিদেশে আত্মগোপনে থাকলেও শেষ রক্ষা হয়নি  সৌদি প্রবাসী  আলমগীর হোসেন(৫৯)।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বরিশাল নগরীর রূপাতলী এলাকা থেকে এই দণ্ডিত আসামিকে গ্রেফতার করা হয় বলে র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান।

গ্রেফতারকৃত আলমগীর হোসেন (৫৯) ঝালকাঠির নলছিটি উপজেলার রাজাবাড়িয়া এলাকার মৃত হাজী মানিক শাহ শরীফের ছেলে। র‌্যাব কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, ১৯৯৬ সালে আলমগীর হোসেনের বিরুদ্ধে ঝালকাঠি আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা হয়। ১৯৯৯ সালে ওই মামলার রায়ে তাকে এক বছর কারাদণ্ড দেয় আদালত।

মামলার পর থেকে আলমগীর সৌদি আরবে গিয়ে আত্মগোপন করেন। প্রবাসে ২৭ বছর পলাতক জীবন কাটিয়ে ৯ মাস আগে তিনি দেশে ফিরে এসেছেন। পরে আসামিকে গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট থানা র‌্যাবের সহায়তা চায়।

র‌্যাব ছায়া তদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে বরিশাল নগরীর রূপাতলী এলাকায় তার অবস্থান সনাক্ত ও গ্রেফতার করে।

দণ্ডিত আসামিকে নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের উপ-অধিনায়ক জাহাঙ্গীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *