জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গঙ্গাদাসপু গ্রামের ১২ জন ঢালাই শ্রমিক কাজ পাওয়ার টিলার গাড়ী যোগে বাড়ী ফেরার পথে গাড়ী উল্টে পড়ে মারাত্মক ভাবে আহত হয়েছেন।
ঘটনাটি বুধবার দুপুর আড়াইটার দিকে পিয়ারাতলা নামক স্থানে সংঘটিত হয়েছে। আহতদের মধ্যে কালু নামের একজন শ্রমিকের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
আহতরা হলেন, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামের নুর হোসেন মণ্ডলের ছেলে কালু (৪৫), একই গ্রামের মুলামিনের ছেলে শামীম (২৫), মিজানুরের ছেলে হাসান (২৩), খোকনের ছেলে কাজল (২৩), নাসিরের ছেলে সোহাগ (২৮), মন্টুর ছেলে আব্দুল মান্নান (৩০), হজো মিয়ার ছেলে ওমিদুল ইসলাম (৩১) ও শাহা আলীর ছেলে রাশেদুল (৩০)। অন্যদের নাম জানা যায়নি।
পুলিশ জানায়, বুধবার বেলা আড়াইটার দিকে ছাদ ঢালাইয়ের কাজ শেষে ঢালাই শ্রমিকেরা পাওয়ার টিলার যোগে বাড়ী ফিরছিলেন। তাদের গাড়ী পিয়ারাতলা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা ১২ জন শ্রমিকই আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত শ্রমিক শামীম বলেন, ’আমরা উথলীতে ঢালাইয়ের কাজ শেষ করে পাওয়ার টিলারে যোগে বাড়ী ফিরছিলাম। এ সময় দর্শনার দিক থেকে আসা একটি লাটাহাম্বার চালক সড়কের এক পাশে চাপিয়ে দেয়। তখন আমাদের গাড়ীর চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়ীতে থাকা আমরা সবাই সড়কের ওপর পড়ে আহত হই।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিন রহমান বলেন, বেলা আড়াইটার দিকে হাসপাতালে আহত অবস্থায় ১২ জনকে আনা হয়। তাদের মধ্যে একজনের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকি ১১ জনের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্যরা বাড়ি চলে গেছেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবীদ হাসান বলেন, এ দুর্ঘটনার বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। বিষয়টি খোঁজ নিয়ে তিনি জানাবেন বলে জানানো যাবে।