জীবননগর আন্দুলবাড়ীয়া মিস্ত্রীপাড়া যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসির মাহফিল

  • জাহিদুল ইসলাম মামুন:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া মিস্ত্রীপাড়া যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ আছর মিস্ত্রীপাড়া সরকারী প্রাথমিক সংলগ্ন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র কুরআন, হাদীস ও সুন্নাহ’র আলোকে তাফসীর পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ স্কলার লেখক ও গবেষক, সিলেট-চট্টগ্রাম,পাহাড়তলী ফজুমিয়া কনস্ট্রাক্টর জামে মসজিদের খতিব হযরত মাওলানা এম হাসিবুর রহমান-সিলেট।

দ্বিতীয় বক্তা হিসেবে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,খুলনা নাহদিয়া সম্মিলনী ফাজিল মাদরাসা,যশোর ও ধর্মীয় আলোচক এসএ টিভি ঢাকা। হযরত মাওলানা রবিউল ইসলাম।

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃহাফিজুর রহমান হাফিজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা।বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক হাজী সাব্দার রহমান,গড়াই টুপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ও প্রথম শ্রেণীর ঠিকাদার আব্দুল ওয়াহেদ মিয়া।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিয়ার রহমান,হাজী বাবলুর রহমান,সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম,পল্লী চিকিৎসক আক্তারুজ্জামান সাজিম, বিশিষ্ট সার ও কীটনাশক ব্যবসায়ী জিনারুল ইসলাম, মামুন হুসাইন,হয়রত মাওলানা মুফতি নাসির উদ্দীন।

উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা কিবুর রহমান লিটন।এ ছাড়াও আরো ওয়াজ করেন স্থানীয় ওলামায়ে কেরামগণ।উক্ত মাহফিলে স্বতঃস্ফূর্ত ভাবে শরীক হন দেশের বিভিন্ন,প্রত্যন্ত অঞ্চল থেকে আগত শত- শত ধর্মপ্রাণ সকল মুসল্লী, আশেকান,জাকেরান,মুরিদান ও ভক্ত অনুরাগী সহ সবস্তরের মানুষ।

উক্ত অনুষ্ঠান টি উপস্থাপনায় করেন আন্দুলবাড়ীয়া উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন আন্দুলবাড়ীয়া মিস্ত্রীপাড়া যুব সমাজ ও স্বেচ্ছাসেবক বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *