জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরে আবারও মোটর সাইকেল চোরের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। গত ৫ দিনের ব্যবধানে শহরের গুরুত্বপুর্ণ দু’টি স্থান থেকে দু’টি মোটর সাইকেল চুরির ঘটনায় মোটর সাইকেল বাইকারদের এক ধরণের শঙ্কা বিরাজ করছে। এদিকে প্রায়ই মোটর সাইকেল চুরির ঘটনা ঘটলেও চোর বার বারই থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে।
ভুক্তভোগী সুত্রে জানা গেছে,জীবননগর পৌর শহরের নারায়নপুর মোড়ে একরামুল হক মুন্নার ছোট ভাই সাইফুল ইসলাম গত সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে নারায়নপুর মোড়ে তাহার হিরো হোন্ডা-১০০ সিসি মোটর সাইকেল,যার রেজিস্ট্রার নং-চুয়াডাঙ্গা-হ-১৪-৪০৫০ রেখে বাড়ীর ভিতরে যান।
কিছুক্ষন পরে বাড়ী থেকে বের হয়ে দেখা যায় মোটর সাইকেলটি নেই। তারা মোটর সাইকেলটি খোঁজাখুজির এক পর্যায়ে এলাকার সিসি ক্যামেরায় দেখা যায় মোটর সাইকেল একজন যুবক চালিয়ে জীবননগর শহরের দিকে চলে যাচ্ছে।
এদিকে এ ঘটনার পাঁচ দিনের মাথায় জীবননগর শাপলাকলিপাড়ার ভাড়াটিয়া নয়ন মিয়া বলেন,আমি শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে আমার ভাড়া বাসার সামনে হিরো স্প্লিন্ডার মোটর সাইকেল-১০০ সিসি রেজি:বিহীন রেখে বাসার ভিতরে যায়।
ঘন্টা দেড়েক পরে বাসা থেকে বের হয়ে দেখি যে,আমার মোটর সাইকেলটি নেই। পরে এলাকার সিসি ক্যামেরা চেক করে দেখা যায়,মুন্না ভাইয়ের মোটর সাইকেলটি যে,যুবক চুরি করেছে,সেই যুবকই আমার মোটর সাইকেলটি চালিয়ে দত্তনগরের দিকে যাচ্ছে।
এদিকে ঘন ঘন মোটর সাইকেল চুরির ঘটনায় শহরের বাইক চালকেরা বেশ চিন্তা পড়েছেন। প্রায়ই মোটর সাইকেল চুরির ঘটনা ঘটলেও এ পর্যন্ত চোর গ্রেফতারের কোন ঘটনা ঘটেনি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান বলেন,ঘটনার ব্যাপারে পৃথক অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে। আশা করছি খুব শিগগিরই চোর সনাক্ত করা হবে।