বিশেষ প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এক দিনে চাঁদনী (২০) ও সুরজাহান (২২) নামের দু’গৃহবধূ গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার দুপুরে ও সন্ধ্যায় পৃথক দু’টি স্থানে তাদের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
চাঁদনী দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামের আলামিনের (২৭) স্ত্রী এবং সুরজাহান একই উপজেলার কাঁদিপুর গ্রামের ইকবাল হোসেনের (২৫) স্ত্রী।
পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল প্রেরণ করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, শনিবার ৩ ফেব্রয়ারি দুপুরের যেকোনো এক সময়ে পারিবারিক কলহের জের ধরে দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামের চাঁদনী তার নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে বিকেলে তার লাশ উদ্ধার করে ময়নাতনদের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে সন্ধ্যার পর কোনো এক সময়ে একই উপজেলার কাদিপুর গ্রামের সুরজাহান তার স্বামীর বাড়িতে নিজের ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে রাত ৮টার সময় ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় থানায় দু’টি অপমৃত্যু মামলা করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।