জীবননগর আন্দুলবাড়ীয়া বাজার সাপ্তাহিক হাট- বাজার পরিদর্শন করলেন আরডিসি-শেখ মুহাম্মদ রাসেল।

জাহিদুল ইসলাম মামুন:-

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী আন্দুলবাড়ীয়া বাজারের সাপ্তাহিক ও দৈনিক হাট-বাজারের অবকাঠামো উন্নয়নে সরেজমিন পরিদর্শন করেছেন জেলা রেভিনিউ কালেক্টরেট (আরডিসি) শেখ মুহাম্মদ রাসেল।

তিনি সোমবার বিকেল ৪ টায় আন্দুলবাড়ীয়া হাট-বাজার এলাকা সরেজমিন পরিদর্শন করেন।এ সময় তার সাথে ছিলেন জেলা প্রকৌশলী রফিকুল ইসলাম,আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইউনুস আলী,

নবাগত উপ-সহকারী ভূমি কর্মকর্তা রুহুল আমীন,অফিস সহায়ক সামিউল হক জুয়েল মন্ডল, আন্দুল বাড়ীয়া বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী আহসান হায়দার হাসান,

সদস্য বজলুর রহমান,ঢাকা থেকে আগত একদল বিশেষজ্ঞ প্রকৌশলী-ইঞ্জিনিয়ার ও এক্সচেঞ্জ সহ অত্র এলাকার সূধী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী,বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতা-কর্মী ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *