জীবননগর গোয়ালপাড়ায় চাঞ্চল্যকর শিশু মরিয়ম হত্যার ঘাতক ফটিক অবশেষে গ্রেফতার

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া বাজার মোড় মাঠে দিনে –দুপুরে শিশু মরিয়ম(৮) হত্যা মামলার ঘাতক আবুল হোসেন ফটিককে(২৫) পুলিশ অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। ঘটনার দীর্ঘ  ৪৮ দিন পর পুলিশ তাকে ঝিনাইদহের কোটচাঁদপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ঘাতক আবুল হোসেন ফটিক উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের আবু তাহের মোংলার ছেলে।

পুলিশ সুত্র জানায়,জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের পাখিভ্যান চালক ইকবাল হোসেনের কন্যা মরিয়ম খাতুন(৮) ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ীর অদুরে গোয়ালপাড়া বাজার মোড় মাঠে তার দু’ছোট বোনকে নিয়ে ঘাস কাটতে যায়। সেখানে দুপুর সাড়ে ১২ টার দিকে একটি ভুট্টা ক্ষেতের মধ্যে শিশু মরিয়ম খাতুনকে ঘাতক ফটিক ডেকে নিয়ে ধর্ষন শেষে মরিয়মকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

এদিকে জীবননগর থানা পুলিশ বুধবার দুপুরের দিকে সংবাদ পায় যে,ফটিক মঙ্গলবার সড়ক দূর্ঘটনায় আহত হয়ে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি আছে। পুলিশ এ সংবাদের ভিত্তিতে তাকে বুধবার বিকালের দিকে গ্রেফতার করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ফটিককে ঘটনার ৪৮ দিন পর ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার মুল রহস্য জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *