জীবননগরে টিআর চেক বিতারণ করলেন এমপি টগর 

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগরে ২০২৩-২৪ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর) কর্মসূচির আওতায় ২য় পর্যায়ের নির্বাচন এলাকা ভিত্তিক প্রকল্প বাস্তবায়নে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে ।

বুধবার বেলা ১১টার সময় জীবননহর উপজেলা অডিটোরিয়ামে রুমে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যাবস্হাপনার আয়োজনে চেক বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তিথী মিত্রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল বিশ্বাস, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহাজ্জদ মির্জা, আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা লিটন,সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে শেষে উপজেলার ৮টি ইউনিয়নের টিআর প্রকল্পের আওতায় ৩২ টি মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে মোট ২৬ লক্ষ ৮৩ হাজার ৩শ ৩৩টাকার চেক বিতারণ করা হয়।

অনুষ্ঠানটি সন্ঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মালেক মোল্লা, জীবননগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল সহ উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *