দর্শনা অফিস:-
দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রামে আদালতের নিষেধ অমান্য করে জমি দখলের অভিযোগ উঠছে আব্দুল মালেকের বিরুদ্ধে।অভিযোগে জানাযায়, দর্শনা পুরাতন বাজারের প্রয়াত হাজী লিয়াকত আলী শাহ’র ছেলে টুটুল শাহ’র অভিযোগ করে বলেন,দামুড়হুদা হাউলী ইউনিয়নের ছোট দুধপাতিলা গ্রামের জনৈক আব্দুল মালেকসহ তার সাঙ্গপাঙ্গ গত বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ওসিয়ত মামলার নির্দেশ অমান্য করে দখলকৃত মুকামতলার ৭ বিঘা জমির ভুট্রা কর্তন ও মালেকের ট্র্যাক্টর দিয়ে পার্কের পাচিল ভেঙ্গে দেয়, জোর পর্বকভাবে।টুটুল শাহ বাধা দিতে গেলে মারমুখী আচরন করেন মালেক গং।মালেকের সাথে জমি দখলের সময় ছিলেন,রুবেল টুসি,ও মুক্তিসহ ৭-৮ জন। আদালতের নিষেধ অমন্য করে জমি দখলকে কেন্দ্র করে যে কোন সময় ঘটতে পারে খুনের মত ঘটনা।তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী মহল।