জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকায় নকল বালাই নাশক বিক্রি করসর অপরাধে এক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বাঁকা ব্রিকফিল্ড মোড়ে সাগর ট্রেডার্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে অভিযোগের ভিত্তিতে জীবননগর উপজেলার বাঁকা ব্রিকফিল্ড মোড়ে সাগর ট্রেডার্সে অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র ও উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান। এ সময় সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাগর ট্রেডার্সেের মালিক মো. সিরাজুল ইসলাম ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে তাঁকে ভেজাল কীটনাশক না করতে নির্দেশনা দেওয়া হয়।