দর্শনা অফিস :-
স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে দর্শনা পৌরসভার আয়োজনে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় পৌরসভার সামনে থেকে র্যালি বের হয়ে দর্শনার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পৌর মেয়র আতিয়ার রহমান হাবুর সভাপতিত্বে আলোচনা করেন পৌর সচিব সাজেদুল আলম, পৌরসভার কর নির্ধারক সরওয়ার হোসেন,শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফিন হোসেন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সহ-সম্পাদক জাহিদুল ইসলাম সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ।