শিক্ষার মানোন্নয়নে জীবননগর আন্দুলবাড়ীয়া কলেজে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা

জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া:-

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার এমপিও ভুক্ত আন্দুলবাড়ীয়া কলেজের উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় আন্দুলবাড়ীয়া কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ এসএম এনায়েতুল হকের সভাপতিত্বে স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ এসএম এনায়েতুল হক। বক্তব্য রাখেন আন্দুলবাড়ীয়া কলেজের বাংলা বিভাগের প্রভাষক হাফিজুল ইসলাম হাফিজ, ইংরেজী বিভাগের প্রভাষক আলমগীর কবির, অর্থনীতি বিভাগের প্রভাষক বাবুল হোসেন মুকুল,জীববিজ্ঞান বিভাগের প্রভাষক হাসানুজ্জামান খান পলাশ, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক এমাজউদ্দীন আহমদ মিল্টন, অভিভাবক শরিফুল ইসলাম, বজলুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক আহসান হাবীব, যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক সাইউল হক, রসায়ন বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম, ব্যবসায়ী নীতি ও প্রয়োগ বিভাগের প্রভাষক আসমা খাতুন, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আবুল খায়ির, শরীরচর্চা শিক্ষক মোকলেছুর রহমান, লাইব্রেরীয়ান সুলতান আহমদ,অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুর রাজ্জাক,তানিয়া খাতুন,কলেজ স্টাফ জাহিদুল ইসলাম মামুন, এসএম নাসিম উদ্দীন সহ সকল প্রভাষক-প্রভাষিকা,কর্মকর্তা- কমচারী,শিক্ষার্থী ও অভিভাবক। উক্ত অনুষ্ঠান টি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক আলমগীর কবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *