নিজস্ব প্রতিনিধি:-
“স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি ও প্রগতির বাংলাদেশ” প্রতিপাদ্য পুলিশ সপ্তাহ ২০২৪ নানান আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। গত
মঙ্গলবার পুলিশ সপ্তাহের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি।
পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম,বুধবার সকাল ১১ টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ২০২৩ সালে মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ জেলা/ইউনিট সমূহকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন।
বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের উদ্ধার অভিযান বিবেচনায় মাদকদ্রব্য উদ্ধারে “গ” ক্যাটাগরিতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সারাদেশে
তৃতীয় স্থান অধিকার করায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম- সেবা কে উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করেন। এ সময় পুলিশের বিভিন্ন ইউনিটের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশ মাদক উদ্ধারে সারাদেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান জেলাবাসির ভূয়সী প্রশংসায় ভাসছেন।