জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস আকস্মিক ভাবে পরিদর্শন করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ। গতকাল সোমবার দুপুর দুইটায় তিনি আকস্মিক ভাবে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে আসেন।পরিদর্শন কালিন সময়ে তিনি অনলাইনে ভূমি সেবা ও নামজারি শতভাগ নিশ্চিত করতে এবং সেবা নিতে আসা সকল নাগরিকের হয়রানি বন্ধ সহ সম্পূর্ণ দালাল মুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের নথিপত্র ভালো ভাবে দেখেন এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সার্বিক খোঁজখবর নেন।
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভুমি অফিসের পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইউনুস আলী, উপ-সহকারী কর্মকর্তা রুহুল আমিন, অফিস সহায়ক সামাউল ইসলাম জুয়েল মন্ডল। ইউএনও অফিসের সি/এ সালাহ্ উদ্দীন।